নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়৷ আটককৃত ব্যাক্তি রাজশাহীর বাঘার আলাইপুর গ্রামের (মন্ডলপাড়া) মৃত নয়েন মল্ডল এর ছেলে বজলুল করিম (৪৯)। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানাযায়, ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই মাহাবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাঘার আলাইপুর গ্রামের হাশেম মন্ডলের বাশবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এবিষয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রিত আইনে মামলা করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ মো: আলী মাহমুদ বলেন, গতকাল আসামীকে আটক করেছে ডিবি। তারা একটা মামলা দিয়েছে। আসামীকে আজ আদালতে পাঠানো হয়েছে৷