স্টাফ রিপোর্টার: আমার জন্মভুমি নরসিংদীর রায়পুরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হওয়াতে আমাকে ফুল দিয়ে বরণ করে নেয়, নেতাকর্মীরা ও আমার এলাকাবাসীরা।
এমপি হয়ে তিনি বুধবার, ২০ মার্চ, তিনি প্রথমবারের মতো রায়পুরায় এসে উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করে ছিলেন। এমপির আগমনের খবরে এলাকাবাসী ও নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিলেন।
এ সময় নরসিংদী -৫(রায়পুরা) আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু,উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন, এমপি ফরিদা ইয়াসমিন বলেছিলেন, রায়পুরা আমার জন্মভুমি অনেক স্মৃতি আমার রায়পুরে।
এই রায়পুরে মানুষ আমাকে এত ভালোবাসে আমার জানার ছিল না। আমি আপনাদের কাছে চির ঋণী, এই রায়পুরাকে আধুনিক ও মডেল উপজেলা রূপান্তর করতে প্রবীণ রাজনীতিবিদ রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে পরামর্শক্রমে আমরা কাজ করে যাব। তবে আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।