১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন আরএমপি পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৪-০৩-২০২৪ ১১:৪৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৩-২০২৪ ১১:৪৫:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আরএমপি পুলিশ লাইনসে্ ৫০০ পুলিশ সদস্য নিয়ে ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করেছেন পুলিশ কমিশনার ।
আজ ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্ ও আরএমপি'র প্রস্তাবিত নতুন পুলিশ লাইনস্ মোল্লপাড়ায় আরএমপি'র উদ্যোগে এক হাজার পেঁপে গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের পেঁপে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধনের পর বিভিন্ন পদমর্যাদার পাঁচশত পুলিশ সদস্য ১হাজার পেঁপে গাছের চারা রোপন কর্মসূচিতে অংশ নেন। এ সময় একই রকমের পোশাক পরিধান করে উৎসাহ উদ্দীপনা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ায় উৎসবের আমেজ তৈরি হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স