গোদাগাড়ীতে ভুয়া ডিবি সেজে অর্থ লুট, প্রতারক গ্রেফতার
আপলোড সময় :
২২-০৬-২০২৩ ১২:৪৭:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৬-২০২৩ ১২:৪৭:৪২ পূর্বাহ্ন
ভূয়া ডিবি সেজে প্রতারনা
নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ভুয়া ডিবি পুলিশ সেজে ব্যারিকেড দিয়ে অটো থামিয়ে মাদক আছে বলে দেহ তল্লাসি করে টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে গাড়ি টান দেওয়ার মুহূর্তেই অপর দিক থেকে অজ্ঞাতনামা যাত্রীবাহী অটো চালক তাকে চিন্তে পেরে অটো দিয়ে বেরিকেট দেয়।
তারপর ছিনতাইকারী বলে চিৎকার দিলে এলাকার মানুষ এসে তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গঠস্থলে যাইয়া তাকে আটক করে। ডিবি পরিচয়ধারী ব্যাক্তির নাম মশিউর ( ৪২)পিতা ভূত খায়রুল বাশার, ফরিদপুর, বাসুদেবপুর, গোদাগাড়ী।
এ বিষয়ে ভুক্তভুগি মোঃ হাবিবুর রহমান (৫৫) বলেন আমার ছোট ভাই মোঃ হুমায়ন কবিরকে নিয়ে প্রতিদিনের মতো আজ সকাল অনুমান ৪ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন বিম আলিপুর এলাকায় মাছ ধরে দিগ্রাম, থেকে ভ্যান যোগে মহিলবাড়ী রেলবাজার মাছ বাজারে ৬ হাজার টাকার মাছ বিক্রি করি।
মাছ বিক্রি শেষে ভ্যান যোগে বাড়ী ফেরার পথে বুধবার (২১জুন) সকাল অনুমান ৭ ঘটিকার সময় গোদাগাড়ী থানাধীন লালবাগ গ্রামস্থ হেলিপ্যাড এলাকায় ফাঁকা জায়গায় ডাইংপাড়া মোড় হইতে আমনুরা গামী পাকা রাস্তার উপর পৌছাইলে মোটরসাইকেল যোগে ২জন ব্যক্তি এসে ডিবি পুলিশের পরিচয় দেয়। আমাদের ভ্যান আটকিয়ে বলে তোমাদের কাছে গাঁজা আছে বলে ভয়-ভীতি দেখাইয়া দেহ তল্লাসি করে।
এক পর্যায়ে আমার লুঙ্গির কোমরে থাকা মাছ বিক্রি করার ৬ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। তখন আমার ও ভ্যান চালকের সন্দেহ হইলে ১জন ব্যক্তিকে আটক করিয়া চিৎকার শুরু করি। আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং ডিবি পরিচয়ধারী ব্যক্তির নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে সে জানায় আমি ডিবি পুলিশের সদস্য।
আমি ও উপস্থিত লোকজন ধৃত ব্যক্তিকে পুলিশের আইডি কার্ড দেখাতে বললে সে কোন আইডি কার্ড দেখাতে পারেননি এবং বিভিন্ন ধরনের পরিচয় দেয়। একপর্যায়ে গোদাগাড়ী থানা পুলিশ কে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যাক্তিকে আটক করে হেফাজতে নেই। সে প্রতারকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৬ হাজার টাকা এবং আসামীর ব্যবহৃত একটি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করে হেফাজতে নেয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান হাবিবুর নামের এক ব্যাক্তি রেলবাজার থেকে মাছ বিক্রয় করে ভ্যানগাড়ীতে যাওয়ার পথে গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় তাদের পথরোধ করে ডিবি পুলিশ পরিচয়ধারী এক ব্যাক্তি এবং তাদের দেহ তল্লাসী করে মাছ বিক্রি করার ৬ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। ভুক্তভুগিদের সন্দেহ হলে তারা থানায় খবর দেন ।পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থানে গিয়ে তাকে আটক করে।
এবিষয়ে গোদাগাড়ী মডেল থানায় ভুক্তভুগি বাদি হয়ে মামলা দায়ের করেন !
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স