1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ মৎস্য আড়ৎ চলায় বৈধ  রাজস্ব হারাচ্ছে সরকার 

আপলোড সময় : ০৪-০৪-২০২৪ ০৫:৫৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৪-২০২৪ ০৫:৫৮:২৭ অপরাহ্ন
অবৈধ মৎস্য আড়ৎ চলায় বৈধ   রাজস্ব হারাচ্ছে সরকার 
কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ 
 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে অবস্থীত নিউ টাউন মৎস্য আড়ৎ থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
 
হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ রোড নাটোর রোডে সবচেয়ে পুরাতন ঐতিয্যবাহী হাটিকুমরুল নিউ টাউন মৎস্য আড়ৎটি ২০২৩ অর্থবছরের শেষের দিকে নানান জটিলতায় বন্ধ হয়ে যায় । 
 
কিছু সার্থন্নেশী মহল আড়ৎদার ও ব্যবসায়ীদের ইন্ধন দিয়ে হাটিকুমরুল হাটকে স্থানান্তরিত করে রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের কুতুবেরচর এলাকায় অবৈধভাবে ক্ষমতার দাপটে নতুন হাট লাগায়। এতে বন্ধ হয়ে যাওয়া হাটিকুমরুল হাটবাজারের ইজারার ১ কোটি ৬৭ লক্ষ্য টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 
 
জানাজায়, হাটিকুমরুলের ঐতিহ্যেবাহী মৎস্য আড়ৎটি একটি চক্র আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের ইন্ধন দিয়ে সলঙ্গার কুতুবার চর এলাকায় নিয়ে যায়।
 
অবৈধভাবে রাতারাতি গড়ে ওঠা হাট থেকে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু অবৈধ হলেও অদৃশ্য কারনে বন্ধ হচ্ছে না মৎস আড়ৎটি। 
 
এ বিষয়ে হাটিকুমরুলে নিউ টাউন মৎস্য আড়তের ইজারাদার, মিজানুর রহমান বিএসসি বলেন, আমার বৈধ আড়ৎটির
কাছ থেকে যে রাজস্ব সরকার পেতো সেটি হারাতে বসেছে অবৈধ আড়ৎ এর কারনে 
তাই সরকারি রাজস্ব টিকিয়ে রাখতে এই অবৈধ আরটি ভেঙ্গে ফেলা দরকার। 
 
 
 
উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন,আমাদের হাটিকুমরুল নিউ টাউন মৎস্য আড়ৎ এর এখনো কোন ইজারা হয়নি তাই হাটটি বন্ধ আছে এখন হাটটি বন্ধ থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। 
 
 
কুতুবের চর সমবায় মৎস্য আড়ৎ এর সভাপতি, আব্দুল হাই সরকার বলেন কুতুবারচর মৎস্য আড়ৎ টি সমবায় সমিতি ব্যানারে চলছে, সরকারি রাজস্ব দেন কিনা
জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন সরকারি রাজস্ব দেইনা, আমারদের আড়ৎ থেকে এখনো কোন সম্পত্তি বা জমি সরকারের ঘরে না দেওয়ায় আমরা সরকারি রাজস্ব দেইনা। 
 
রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, ঘুড়কা ইউনিয়নের কুতুবারচর মৎস্য আড়ৎটি পুরোপুরি অবৈধ ভাবে চলছে, সরকারি কোষাগারের জমি দেওয়ার কথা থাকলেও জেলা প্রশাসকের কাছে তা হস্তান্তর না করায় আমরা ঐ সমিতির অবৈধ আড়ৎ এর বিরুদ্ধে ব্যাবস্থা নিবো। 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ