রাজশাহী জেলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিজ যোগ্যতায় চাকরি পেলেন ৬৫ জন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৫-০৪-২০২৪ ০১:২০:২২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৪ ০১:২০:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিজ যোগ্যতায় চাকরি পেলেন ৬৫ জন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল সেটে জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি ২০২৪ পরীক্ষার ফলাফল প্রকাশ ও চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান পিপিএম(বার) মহোদয় উক্ত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় (লিখিত ও মৌখিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মহোদয়।
চাকরি পেয়ে প্রার্থীদের অনেকেই তাদের তাৎক্ষনিক অনুভূতি ব্যক্ত করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তারা আবেগপ্রবণ হয়ে পড়েন।
পুলিশ সুপার মহোদয় (লিখিত ও মৌখিক) পরীক্ষায় উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহবান জানান।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়ন ও 'স্মার্ট পুলিশ স্মার্ট দেশ' গড়ার প্রত্যয়ে কনস্টেবল পদে নিয়োগ পদ্ধতির আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় নিজ নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে শুধুমাত্র তারাই নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স