স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজানে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ-এর উদ্যোগে দোয়া মুখস্থ ও ইসলামী জ্ঞানার্জন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর পবায় স্কুলছাত্রদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। শুক্রবার (১২ এপ্রিল) বাদ জুমা বিজয়ী ও প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
শিক্ষাবিদ ড. মো. আক্কাস আলী ও স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা সাংবাদিক আমানুল্লাহ আমান এসব পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাহে রমজানে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার পবা, মোহনপুর ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে। গত ২৯ রমজানে রাতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিজয়ী হয় দুর্গাপুরের দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাজ ইসলাম নাহিদ। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর মো. জিহাদ ও মোহনপুরের ধোপাঘাটা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রেজুয়ান রিজভী।
প্রতিযোগিতার সিলেবাসে ছিল কালিমা ত্বইয়্যিবা ও কালিমা শাহাদাত এবং দৈনন্দিন কাজের বিভিন্ন দোয়া। আর ইসলামী জ্ঞানার্জন পর্বে ছিল- নবী-রাসূলদের পরিচয়, ইসলাম ধর্ম পরিচিতি, আসমানি কিতাব, ফেরেশতা, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবনী ও আল-কুরআনের প্রাথমিক পরিচয়। এছাড়া কুরআন তিলাওয়াতও ছিল প্রতিযোগিতার সিলেবাসের অন্তর্ভুক্ত। সর্বমোট ৫০ নম্বরের ওপর এ প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন শিক্ষাবিদ ড. মো. আক্কাস আলী। এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নে ছিলেন স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা সাংবাদিক আমানুল্লাহ আমান ও কাটাখালি জামিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ রাফিউল ইসলাম আব্দুল্লাহ।