1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত। 

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৪ ০৭:৫০:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৪ ০৭:৫০:২৬ অপরাহ্ন
বাগমারায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত।  বাগমারায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইলের 
তেঘরিয়া পূর্বপাড়া সূর্য তরুণ সংঘের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও চাকুরীজীবিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে । অনুষ্ঠানে তেঘরিয়া পূর্বপাড়া গ্রামের ৭জন সরকারি কর্মকর্তাসহ মোট ২৪ জন চাকরিজীবী/ কর্মচারী কে সংবর্ধনা প্রদান করা হয়।
 
ঈদের দিন দুপুর ০২:০০টায় অত্র সংঘের সভাপতি মোঃ রহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মোঃ উমর ফারুক এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আরম্ভ হয় । 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে বলেন, "বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষাকে অগ্ৰাধিকার দিতে হবে। একটি গ্ৰামের উন্নয়ন মানে একটি রাষ্ট্রের উন্নয়ন। এ ধরনের সংবর্ধনা প্রদান তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষা গ্ৰহনকরে রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার হতে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা প্রদান করবে।"
 
অনুষ্ঠানে ডাঃ মোঃ মোশাররফ হোসেন সহযোগী অধ্যাপক ও পরিচালক, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালাইড সায়েন্স পাবনা , বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বলেন, "২৫০ জনের বসতি সম্পন্ন পাড়ায় ২৪ জন সরকারি-বেসরকারি চাকরি করেন এটা অত্যন্ত গর্বের। এ অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে ব্যাপক ভাবে উৎসাহিত করবে।" 
 
অনুষ্ঠানে মোঃ জহুরুল ইসলাম ,ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সোনালী ব্যাংক পিএলসি, চান্দাইকোনা শাখা সিরাজগঞ্জ বলেন, "দ্যারিদ্রপীড়িত জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বিকল্প নেই। আমরা এ ক্ষেত্রে নিজেদের মডেল হিসেবে উপস্থাপন করতে চাই।" 
 
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম সংযুক্ত কর্মকর্তা,asset project , কারিগরি শিক্ষা অধিদপ্তর,ঢাকা, ভবিষ্যতে এধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা করে বলেন, "এ সংবর্ধনা কেবল চাকরিজীবীদেরকেই সম্মানিত করেনি, একই সাথে আমাদের স্বল্পশিক্ষিত বাবা মাকেও সম্মানিত করেছে। একই সাথে আমাদের অনুজদের হৃদয়ে ইতিবাচক নাড়া দিবে।"
 
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নিউ গভঃ ডিগ্ৰী কলেজ রাজশাহীর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রহিদুল ইসলাম বলেন- "মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এই সংঘ বদ্ধপরিকর, এই অনুষ্ঠানে উপস্থিত গ্ৰামবাসী একটু সচেতন হয়ে নিজের সন্তানের শিক্ষার সুযোগ করে দিলেই এটি সম্ভব হবে। ছোট্ট এই পাড়ায় ২৪ জন চাকরিজীবী, প্রায় ৩০-৩৫ জন অনার্স শ্রেনীতে অধ্যয়নরত এবং এই পাড়ার প্রতিটি সন্তান পড়াশুনা করছে। কেউ মাদকাসক্ত নয়, কেউ বদমেজাজি নয়,কেউ উগ্ৰবাদী নয়, যা আমাদের আশেপাশের এলাকা থেকে ভিন্নতা দান করেছে। আদর্শ সমাজ গঠনে আমরা রোল মডেল হবো ইনশাআল্লাহ।" সভাপতির এই বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ