1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১৩-০৪-২০২৪ ০৬:০৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৪ ০৬:০৭:১৬ অপরাহ্ন
নাটোরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
১৩ এপ্রিল, শনিবার বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
লালোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 
নিহত দুই শিশুরা হলো, উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭) এবং নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা (০৭)।
 
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে সাত বছর বয়সী ফাতেমা। আজ শনিবার বেলা ১১টার দিকে মামাতো বোন ফারিয়ার সঙ্গে বাড়ির পাশে খেলছিল। পরে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজা-খুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে দু’জনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
 
ইউপি চেয়ারম্যান একরামুল ইসলাম বলেন, সকালে পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো বোন। দুবোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ