নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য হেল্প ডেস্ক বসিয়েছে বেসরকারী নার্সিং কলেজের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজেুয়েট স্টুডেন্ট নার্সেস (এসবিজিএসএন)। শনিবার (৪ মে) সকালে নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের সামনে সংগঠনটির রামেবি শাখার পক্ষ থেকে এ হেল্প ডেস্ক বসানো হয়। এ সময় বিনামূল্যে স্যালাইন ও সুপেয় পানি পান করান নার্সিং শিক্ষার্থীরা।
এসবিজিএসএন‘র রামেবি শাখার সভাপতি মো. হাবিবুল্লাহর বিশেষ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে তিনি নেতৃত্ব দেন। সার্বিক দায়িত্বে ছিলেন- স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবাজ’-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক আমানুল্লাহ আমান, রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের বিএসসি শেষ বর্ষের শিক্ষার্থী নাহিদ হোসেন, সালমান হোসেন ও জুনায়েদ আহমেদ।
এ সময় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর, রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাবেক সভাপতি মুশফিকুর রহমান কানন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রাজশাহী জেলার সভাপতি মো. রিয়াজুল ইসলাম, পবার সাবেক ছাত্রলীগ নেতা সাইদ হাসান তুষার, রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজের বিএসসি শেষ বর্ষের শিক্ষার্থী কৌশিক আহমেদ এবং ইসলামী ব্যাংক নার্সিং কলেজের শিক্ষার্থী মো. আসাদসহ এসবিজিএসএন‘র অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন এসবিজিএসএন‘র হেল্প ডেস্ক থেকে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে নার্সিং পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিনামূল্যে স্যালাইন ও সুপেয় পানি পান করানো হয়। সরকার থেকে দেয়া পরীক্ষার নির্দেশনা অনুসরণ না করেই অনেকে মোবাইল, ঘড়ি, ছাতা ও ব্যাগসহ বিভিন্ন জিনিস নিয়ে এসে পড়েন বিপাকে। তাদের সেসব জিনিসপত্র হেল্প ডেস্কের হেফাজতে গচ্ছিত রাখা হয়। পরীক্ষা শেষে বুঝিয়ে দেয়া হয় তাদের নিজ নিজ জিনিস। আগামীতেও এ ধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন এসবিজিএসএন‘র নেতারা।