1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তবে পুলিশ বলছে ভিন্ন কথা

রাজশাহীতে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ

আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০৮:০৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০৮:০৪:২৬ অপরাহ্ন
রাজশাহীতে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ ছবি: আহত ব্যবসায়ী জারমানের
স্টাফ রিপোর্টার: 
রাজশাহীতে ছুরিকাঘাত করে ব্যাবসায়ীর কাছ থেকে লক্ষাধীক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।  
রোববার সকালে রাজশাহীর শাহামাখদুম থানাধীন রাজশাহীর নাম খ্যাত সিটির হাটে যাওয়ার সময় ১৫-১৬ জন রাস্তায় পথরোধ করে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ব্যাবসায়ীদের। ঘটনার সময় গাড়ি থেকে কেউ না নামলে জারমান (৩১) নামের এক ব্যাবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে ২ লক্ষাধীক টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগ করেন। তবে পলিশ বলছে ভিন্ন কথা। ছিনতাই বা ছুরিকাঘাতের কোনো ঘটনা ঘটেনি সেখানে। টাকার লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা সত্য বলে নিশ্চিত করে পুলিশ৷ 
 
জারমান রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন (আরএমপি) কামার ধাদাশ গ্রামের আফছার আলীর ছেলে৷ 
 
আহত অবস্থায় জারমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মমিন নামে তার সাথে থাকা আরেক ব্যবসায়ী৷ 
 
মমিন বলেন, আমরা নিয়মিত সিটির হাটে গরু ক্রয় বিক্রয় করি৷ রোববারও (আজ) ব্যাবসার উদ্দেশ্যে হাটে যাচ্ছিলাম। হাটের কিছুটা দুরেই ১৬ জনের মতো এসে পথ আটকিয়ে গাড়ি থেকে নামতে বলে৷ আমরা কেউ গাড়ি থেকে নামতে অসৃকৃতি জানালে জারমানতে জোরজবরদস্তি করে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি চাকুদিয়ে আঘাত করে। জারমানের কাছে থাকা ২ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়৷ পরে তৃপুল নাইন (৯৯৯) এ কল দিয়ে পুলিশ নিয়ে আসি৷ পুলিশ ঘটনা লিখে নিয়ে গেছে৷ আমরা জারমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাচ্ছি চিকিৎসার জন্য৷ 
 
শাহমাখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আমার পার্টি সেখান থেকে আসলো। ছুরিকাঘাতের কোনো ঘটনা ঘটেনি৷ তবে মারধরের বিষয়টা সত্য৷ ঘটনাস্থলে থাকা লোকজনও জানিয়েছে৷ মারধর করা দেখে তারা দৌড়ে আসে৷ তাদের।
 
ওসি জানান, ছিনতায়ের কোনো ঘটনা ঘটেনি৷ তাদের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে৷ তবে বিদ্যুৎ না থাকায় আমরা সিসিফুটেজ এখনো পাইনি৷ অপেক্ষা করছি। ফুটেজ দেখলে ঘটনার সত্যতা জানা যাবে৷ 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ