1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় ১৪৪ প্রজাতির আমের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১০:৫৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১০:৫৭:০৬ অপরাহ্ন
বাঘায় ১৪৪ প্রজাতির আমের প্রদর্শনী ছবিঃ দৈনিক সোনালী রাজশাহী
আব্দুল কাদের নাহিদঃ রাজশাহীর বাঘা উপজেলায় উৎপাদিত শতাধিক  প্রজাতির আম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে বাঘা উপজেলা কৃষি অফিস। 
 
 
উপজেলার অন্যতম লকনা, হিমসাগর, ল্যাংড়া,ফজলি গোপালভোগ সহ কলাবতি, বালেনি, মায়াবতি, বিশ্বসুন্দরী, ভাদরী, জাইতুন, আপেলভোগ, মায়াবতী, কহিনুর, জালিবান্ধা, দুধকোমর, চন্দনসুরি, খাগরাই, বঙ্গবাসী, মধুরানী, বিশ্বসুন্দরী, হাতিঝোলা,আবুল ভোগ,বাঘা শাহী সহমত ১৪৪ প্রজাতির আম নিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। 
 
 
বৃহস্পতিবার এ ৩০ মে সকালে কৃষি প্রযুক্তি মেলা আনুষ্ঠানিক উদ্বোধনের পর দর্শনার্থীদের ভিড় নামে মেলায়।  আগত দর্শনার্থীদের কাছে বড় আকর্ষণ  ছিল আমের প্রদর্শনী স্টলটি। উপজেলার বাউসা গ্রামের মাসুদ রানা বলেন, এখানে আমাদের  পুরনো আমগুলো আমরা সহজেই দেখতে পারছি যেগুলো সচরাচর বাজারে উঠেনা।
 
 
সোহেল রানা নামের আরেক দর্শনার্থী বলেন, যে আমগুলো বিলুপ্তপ্রায় সেগুলো এখানে আনা হয়েছে এই মেলায় না আসলে আমরা জানতে পারতাম না বাঘা উপজেলায় এত বেশি প্রজাতের আম উৎপাদিত হয়। 
 
 
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, বাণিজ্যিকভাবে ১০ থেকে ১৫ প্রজাতির আম সচরাচর এই উপজেলায় চাষ হয়ে থাকে।  এর বাইরে শতাধিক আমের জাত রয়েছে যেগুলো বিলুপ্তপ্রায়। এমন আম গুলোই আমরা তুলে ধরছি বিগত বছর থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের প্রদর্শনীতে ১০০ প্রজাতির আম ছিল এ বছর বেড়েছে ৪৪ প্রজাতের আম।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ