গোদাগাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩১-০৫-২০২৪ ১২:১৪:২১ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৫-২০২৪ ১২:১৪:২১ অপরাহ্ন
গোদাগাড়ী : গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। আজ ৩১ মে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি- প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তরা তাদের বক্তব্যে বলেন ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী তামাক।
নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়, পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে। তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে তামাকমুক্ত ও উন্নত দেশ গঠনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের কোনো বিকল্প নেই।
আরো বলেন, ধূমপান ও ধোঁয়াবিহীন মিলিয়ে দেশে প্রতি একশ জনের প্রায় ৩৫ জন তামাকজাত দ্রব্যে আসক্ত। এছাড়াও মধ্য বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজশাহীর বিভিন্ন এলাকার স্কুলগুলোর একশ’ মিটারের মধ্যে অবস্থিত মুদি দোকানের অন্যান্য দ্রব্যের সঙ্গে তামাকজাতদ্রব্য প্রদর্শন ও বিক্রয় করতে দেখা গেছে। তামাক কোম্পানির এসব অপতৎপরতা রুখে দেয়ার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বকুল, স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স