রাজশাহী ডিএনসি গোয়েন্দা টিমের অভিযানে ২৪০০ পিচ এ্যাম্পুল ইনজেকশন উদ্ধারসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-০৬-২০২৪ ০৯:৫৯:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৬-২০২৪ ০৯:৫৯:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম বগুড়ায় অভিযান পরিচালনা করে দুই হাজার ৪০০ পিচ এ্যাম্পুল বুফ্রেনরফাইন ইনজেকশন অবৈধ মাদকসহ ৩ জন কারবারিকে গ্রেপ্তার করেছে।
রোববার দিবাগত রাত ২ টার দিকে বগুড়া জেলার সদর থানা বাঘোপাড়া বাজারে রংপুর হতে ঢাকা গামী এসআর পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বুফ্রেনরফাইন কুপিজেসিক ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম জানতে পারে অবৈধ মাদকদ্রব্য বুফ্রেনরফাইন ইনজেকশনের একটি বড় চালান মাদক কারবারিরা বগুড়া জেলার সদর থানা বাঘোপাড়া বাজারে রংপুর হতে ঢাকা গামী এসআর পরিবহনের একটি বাসে করে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২ টার দিকে রাজশাহী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিলালুর রহমানের নেতৃত্বে একটি টিম বগুড়া জেলার সদর থানা বাঘোপাড়া বাজারে এসআর পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করে দুই হাজার ৪০০ পিচ এ্যাম্পুল বুফ্রেনরফাইন ইনজেকশনসহ তিন মদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, এনামুল হক (৪৯) মৃত আবুল কালাম, সাং দাউদপুর, থানা বিরামপুর, জেলা দিনাজপুর, ইউনুচ আলী (৩৮), পিতা মৃত ছবেদ আলী, সাং উত্তর দাউদপুর, থানা বিরাপুর, জেলা দিনাজপুর ও আবুল কাশেম (২৫) পিতা মতিয়ার রহমান, সাং আমবাড়ী, থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। সে বাসের হেলপার।
এ ঘটনায় বগুড়া থানায় মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স