1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তারা জানে না, মা আর নেই, মায়ের শোকসভায় খুনসুটিতে শ্রেষ্ঠ আর স্বর্গ

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০৪-০৬-২০২৪ ১০:০৩:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৬-২০২৪ ১০:০৩:৩৪ অপরাহ্ন
তারা জানে না, মা আর নেই, মায়ের শোকসভায় খুনসুটিতে শ্রেষ্ঠ আর স্বর্গ জীবনের ওপারে চলে যাবার আগে সাকিন সারিসুরি ও কলেজ স্টুডেন্ট খ্যাত এই অভিনেত্রী রেখে গেছেন দুই শিশুপুত্র, স্বর্গ (৩) এবং শ্রেষ্ঠ (৭)। এই বয়সে হয়তো তাদের জানার কথা নয়, মৃত্যু আসলে কী...


নিউজ ডেস্ক: ১৪ দিনের দীর্ঘ লড়াই শেষে দুই সন্তান, অনেক স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে এপারে অপেক্ষায় রেখে অবশেষে জীবনের ওপারে পাড়ি জমালেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা।

আজ (৪ জুন) মঙ্গলবার সকাল ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩৯ বছর বয়সে শেষ হলো এই অভিনেত্রীর কর্মময় পথচলা। অভিনেত্রী সীমানার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয় দুপুর ১২টা ১৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে।

জানাজায় উপস্থিত ছিলেন সীমানার দীর্ঘদিনের সহকর্মীরা। চ্যানেল আইতে সীমানার মরদেহ নিয়ে এলে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। চ্যানেল আই ভবনে যেখানে অভিনেত্রী রিশতা লাবনী সীমানার জন্য শোকবই রাখা, সেখান থেকে একটু দূরে ছিল তার দুই সন্তান শ্রেষ্ঠ ও স্বর্গ।

তাদের মা যে মারা গেছেন, তা নিয়ে কোনো ধারণা নেই ছোট এই দুই শিশুর। মায়ের মরদেহের গাড়ি যখন চ্যানেল আই ভবনে পৌঁছাল, আট বছর বয়সী শ্রেষ্ঠ ছোট ভাইকে বলল, মা আসছে, চলো স্বর্গ মাকে দেখি। এই দুই শিশু জানে না যে, তাদের মা আর ফিরে আসবে না

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ