গোদাগাড়ীতে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৭জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-০৬-২০২৪ ০৬:৫৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৬-২০২৪ ০৬:৫৩:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন (১) মোঃ মহব্বত আলী (৩৫), পিতা-কাউসার আলী, সাং-কেশবপুর, থানা-রাজপাড়া, (২) মোঃ জয় হোসেন (৩০), পিতা-বাবর আলী, সাং-সাইরিগাছা, খানা-কাশিয়াডাঙ্গা, (৩) মোঃ তানভির হাসান রাতুল (২৫), পিতা-মোঃ আকবর আলী, সাং-রাজশাহী কোর্ট স্টেশন, খানা-রাজপাড়া, (৪) মোঃ ইসমাইল (৩০), পিতা-সেন্টু, সাং-মহিষালবাড়ী, থানা-গোদাগাড়ী, (৫) মোঃ সোহেল রানা (৩৫), পিতা-এমদাদুল হক, সাং-গুড়িপাড়, থানা-কাশিয়াডাঙ্গা, ৬।মোঃ রওনক ওরফে রোকন (২০), পিতা-আলমগীর, সাং-বশরা, ৭। মোঃ শাকিল (৩০), পিতা-মোঃ আব্দুর রউফ, সাং-গোলজার বাগগুড়িপাড়া, সর্বথানা-কাশিয়াডাঙ্গা, সর্ব জেলা-রাজশাহী।
ঘটনা ও পুলিশ সূত্রে জানা গেছে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান পিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে-গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানা পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায়-অফিসার ইনচার্জ আব্দুল মতিনের এর নেতৃত্বে এসআই আল ইমরান ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায়
বৃহস্পতিবার ৬ জুন সন্ধ্যায় গোদাগাড়ী রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে পাঁচ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের জিঙ্গাসাবাদে তাঁরা পুলিশকে জানায় তাদের সঙ্গে আরও সদস্য জড়িত আছে। চোর চক্রের সদস্যদের তথ্যে মতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে বাকি দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোদাগাড়ী মডেল থানার এসআই আল ইমরান জানান গ্রেফতারকৃত আসামীদে বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স