আগামী সোমবার (১৭ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
চাঁদ দেখা গেছে, আগামী ১৭ জুন ঈদুল আজহা
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৭-০৬-২০২৪ ১০:০৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৬-২০২৪ ১০:০৯:১৮ অপরাহ্ন
বাংলাদেশ: চাঁদ দেখা গেছে, আগামী ১৭ জুন ঈদুল আজহা আজ শুক্রবার (৭ জুন) দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার (১৭ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছা উপজেলায় চাঁদ দেখা যায়। আবহাওয়ার কারণে চাঁদ দেখার সংবাদ জানাতে বিলম্ব হয়েছে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৬ জুন) জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে বৃহস্পতিবার জিলহজ মাসের প্রথম দিন। এর মানে হলো সৌদি আরবে আগামী ১৬ জুন (রোববার) ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন (শনিবার) হবে আরাফার দিন।
এ দিকে সংযুক্ত আরব আমিরাত, ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশে এখনো চাঁদ দেখা যায়নি। তাই এই দুই দেশে শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং সৌদি আরবের পরের দিন ঈদুল আজহা উদযাপিত হবে। তার মানে হলো এ দুই দেশে আগামী ১৭ জুন ঈদ হবে।
মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করা হয়। ইসলামি চন্দ্র মাসের হিসাবে ঈদুল আজহা জিলহজের ১০ তারিখে পড়ে। আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ থেকে ১২ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স