গোদাগাড়ীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৯-০৬-২০২৪ ১২:২৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৬-২০২৪ ১২:২৪:৩৮ পূর্বাহ্ন
এখন ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন ই-নামজারির আবেদন গ্রহণ, কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মালিকের নাগরিক নিবন্ধন, ভিপি লীজ নবায়ন ও লীজ মানি গ্রহণ, ডিসিআর প্রদান, মিস কেসের আবেদন গ্রহণ
নিজস্ব প্রতিবেদক : “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৮ জুন সকাল ১০ টায় ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতিকুল ইসলাম।
বিশ্ব মঞ্চে জয় হয়েছে ভূমি উন্নয়ন কর” সরকারের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে ভূমি অফিস জনগণের সেবা দানে বদ্ধ পরিকর।
এখন ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা সহজ করা যাচ্ছে। এমনকি ডাকযোগে ভূমি সেবা/মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, হট লাইন সেবা(১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে ধারনা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (সিনিয়র সহকারী সচিব পদে পদন্নোতি) জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার চৌধুরী মুক্তারুজ্জামান লিটন, সাজেদুর রহমান ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহণকারি নারী-পুরুষ ও উদ্যোক্তা কর্মীগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স