1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানির ঈদকে সামনে রেখে গরু হৃষ্টপুষ্ট করতে ব্যাস্ত সময় পার করছে গোদাগাড়ীর খামারিরা

আরিফ হোসেন
আপলোড সময় : ১০-০৬-২০২৪ ০৬:৫৪:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:২৪:৪৯ পূর্বাহ্ন
কোরবানির ঈদকে সামনে রেখে গরু হৃষ্টপুষ্ট করতে ব্যাস্ত সময় পার করছে গোদাগাড়ীর খামারিরা
আরিফ হোসেন: কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু হৃষ্টপুষ্ট করতে ব্যাস্ত সময় পার করছে রাজশাহীর গোদাগাড়ীর খামারিরা। প্রাকৃতিক পরিবেশে খামার বা বাড়ীতে পারিবারিক আদলে গরুকে লালন পালন করছেন তারা।

প্রচন্ড তাপদাহে মানুষের মত গরুকেও দিনে দুই থেকে তিন বার পানি দিয়ে গোসল করাচ্ছেন খামারিরা। সাথে কাঁচা ঘাস, ছোলা, ডাল, ভুট্রা, সাবুদানা, খড়সহ নানা গোখাদ্য খাওয়াতে ব্যস্ত সময় পার করছেন খামারীরা।

প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এসব গরু আসন্ন কোরবানী ঈদে বিক্রি করবেন ভালো দামে। একেকটি গরুর দাম হাঁকাচ্ছেন ২ থেকে ৫ লাখ টাকা করে। গোদাগাড়ীতে গবাদিপশুর মধ্যে সবচেয়ে চাহিদা ষাঁড় গরুর। এখানে বেশিরভাগ খামারে দেখা মিলবে ষাঁড় গরু। খামারিদের যেমন পছন্দের তালিকায় ষাঁড় গরু, তেমনি ক্রেতাদের কোরবানির পছন্দের তালিকায় ষাঁড় গরু।

অন্যদিকে গরুর পাশাপাশি ছাগল পালন করা হয় । ইতিমধ্যে গোদাগাড়ীর মহিশালবাড়ী পশুরহাটে ছাগল বেচাকেনা শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা কোরবানি পশু ছাগল কেনার জন্য এখানে আসতে শুরু করেছে।

গোদাগাড়ী উপজেলার গরু খামারিরা ন্যায্য মূল্য বেশি মূনাফা লাভের আশায় গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের নামকরা পুশুর হাট রাজশাহী সিটি হাটে। এই হাটে দেশের বিভিন্ন স্থান থেকে পশু কিনতে আশে ক্রেতারা যা ইতিমধ্যেই কুরবানী গবাদিপশু বেচাকেনা শুরু হয়েছে।

পবিত্র ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য মতে হৃষ্ট-পুষ্টকরণ গবাদিপশুসহ কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা (প্রাপ্যতা)

ষাঁড়-১৮৮৯৮ বলদ-৩৫৭০ গাভী-২৯৩৮ মহিষ-২৪৬৯ ছাগল -৭৯১৪৭ ভেড়া-৮০৫৪ অন্যান্য -৭। যা সর্বমোট দারায় ১১৫০৭৬। উপজেলা বাসির কোরবানি গবাদি পশুর চাহিদা ১১২৯৪২।

গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন জানান আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় হৃষ্ট-পুষ্টকরণ গবাদিপশুসহ কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা চাহিদার তুলনায় বেশি আছে । এবার এই উপজেলায় খামারিদের কাছে কুরবানীযোগ্য ভালো জাতের গবাদি পশু আছে যা ক্রেতাদের চাহিদা পূরণ করবে। কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় ২ হাজার  গবাদিপশু উপজেলার বাহিরে বিক্রিয় করা যাবে বলে জানান তিনি ।

উপজেলা প্রাণীসম্পদ অফিস জানান ভারতীয় গরু না আসলে এবার ভালো দাম পাবেন বলে প্রত্যাশা এখানকার খামারীদের ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ