1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ২৪ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জামসহ ৪ টি মটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-০৬-২০২৪ ১০:১৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৪ ১০:১৯:১৮ অপরাহ্ন
রাজশাহীতে ২৪ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জামসহ ৪ টি মটরসাইকেল জব্দ

নিউজ ডেস্ক: র‌্যাব-৫ কতৃক রাজশাহীর লক্ষ্মীপুরে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ২৪ জন জুয়াড়ি আটক; জুয়ার সরঞ্জাম ও ৪ টি মটরসাইকেল জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী,ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল ১৫ জুন ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত্রী ০০.৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর কাচাঁ বাজারস্থ বাসা নং-৪৪৫ এর ক্লাব ঘরের (দেয়াল বেস্টিত টিনের ছাপড়া ঘর) ভিতরে বিশেষ অভিযান করে জুয়া খেলারত অবস্থায় ২৪ জন আসামীকে আটক করে এবং (ক) প্লেয়িং কার্ড ০৬ (ছয়) সেট, (খ) ৫২ (বায়ান্ন) টি বিভিন্ন রংয়ের তাস (গ) নগদ ৪,১০,৪৩৫/-(চার লক্ষ দশ হাজার চারশত পঁয়ত্রিশ টাকা) ঘ) ল্যাপটপ ০২ টি, ঙ) মোবাইল-৩২ টি, চ) মোটরসাইকেল-০৪ টি উদ্ধার হয়।

ধৃত আসামীগন ১। মোঃ আলী হাসান তুষার (৩৩), পিং- মৃত মোহাম্মদ আলী পান্না, মাতা- মৃত আছমা বেগম, সাং- চন্ডীপুর,২। মোঃ মমিন (৩৫), পিতা- মৃত ইসমাইল আলী, মাতা- আমেনা বেগম, সাং-দাশপুকুর, ৩। মোঃ রফিকুল ইসলাম(৫২),পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- মৃত মমতাজ বেগম, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, ৪। মোঃ ইনজামুল হক (২৪), পিতা- মোঃ আক্তার হোসেন, মাতা- মোছাঃ কাজল আক্তার, সাং- চন্ডীপুর, ৫।মোঃ সেলিম রহমান (৫২), পিতা- মৃত ফজলুর রহমান, মাতা- মৃত মজিদুন্নেছা, সাং- লক্ষ্মীপুর ভাটাপাড়া, ৬। রাকিব এহসান সৌরভ (২৭), পিং-মোঃ মুজদার আলী, মাতা-মোছাঃ রিনা বেগম, সাং-চন্ডীপুর, ৭। মোঃ শফিকুল ইসলাম (৪০), পিং- মৃত ইলিয়াছ, মাতা- মোছাঃ সালমা বেগম, সাং- লক্ষ্মীপুর, ৮। মোঃ এনায়েত উল্লাহ খান (৪৫), পিং-মৃত হোসেন খান, মাতা- মোছাঃ সামসুন্নাহার, সাং-চন্ডীপুর, ৯। মোঃ মাসুম আহম্মেদ (৪৮), পিং-মৃত একেএম সাইদুল ইসলাম, মাতা-জেসমিন আরা বেগম, সাং-লক্ষীপুর, ১০। মোঃ জুলফিকার হোসেন (৪৩), পিতা-মৃত আহম্মেদ হোসেন, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং-কাজী হাটা, ১১। মোঃ রেন্টু (৩৫), পিং-গোলাম নবী, মাতা-রেণু বেগম, সাং-ভাটাপাড়া, ১২।

মোঃ সজল গাজী (৩২), পিং-মৃত সুলতান গাজী, মাতা- মোছাঃ হেলেনা বেগম, সাং- কাজীহাটা, ১৩। মোঃ সেলিম (৪৪), পিং- মোঃ জালাল শেখ, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, সাং- কাজী হাটা, ১৪। মোঃ জাহিদুল ইসলাম (৪৮), পিং- শহিদুল ইসলাম, মাতা- মোছাঃ জয়নব, সাং- চন্ডীপুর,১৫। মোঃ সুজন আলী (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা- মৃত সাহানা বেগম, সাং-বুলনপুর, সকলের থানা- রাজপাড়া, রাজশাহী মহানগর, ১৬। মোঃ আব্দুস ছাত্তার (৫৮), পিং- মৃত গোলাম হোসেন, মাতা- মৃত তহুরা বেগম, সাং-পদ্মা আবাসিক, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর,১৭। মোঃ নাসির উদ্দিন (৩৬), পিং-মৃত কাজিমুদ্দিন, মাতা- মোছাঃ নাদিরা বেগম, সাং-বাতাস মোল্লা, থানা- কর্ণাহার, রাজশাহী মহানগর, ১৮। মোঃ মিনহাজ (৩৫), পিং-মৃত মুজাহিদ হোসেন, মাতা- মনোয়ারা বেগম, সাং-বড়গ্রাম রানীদিঘী, থানা- কাশিয়াডাঙ্গা, রাজশাহী মহানগর, ১৯। মোঃ আব্দুল হাদি (৩৫), পিতা- মৃত আকরাম আলী, মাতা- মর্জিনা বেগম, সাং- কাটাখালি বাজার, ২০। মোঃ সেলিম রেজা (৩৭), পিং- মোহনলাল আলী, মাতা- মোছাঃ আজিজন বেগম, সাং-টাঙ্গুইন, ২১। মোঃ রবিউল ইসলাম (৪৪), পিতা- মৃত মহসীন আলী, মাতা- মোছাঃ মিরা বেগম, সাং- দালাল পাড়া, সকলের থানা- কাঁটাখালী, রাজশাহী মহানগর, ২২। মোঃ চারু (৩২), পিং- মৃত আবু বক্কর সিদ্দিক, মাতা- মোছাঃ রাহেলা বেগম, সাং-ষষ্টীতলা, ২৩। মোঃ মাহবুব আলম (৪০), পিং-হুমায়ুন কবীর, মাতা- মৃত আয়শা বেগম, সাং- কাদিরগঞ্জ আমবাগান, উভয়ের থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগর,২৪। মোঃ হাবিবুর রহমান (৪৯), পিং- মৃত খলিলুর রহমান, মাতা- হাবিবা বেগম, সাং- বড় বনগ্রাম, থানা-শাহমখদুম, জেলা- রাজশাহীদ্বয়‘কে গ্রেফতার করে।

ধৃত আসামীগন সাক্ষীদের সামনে স্বীকার করে যে, ঘটনাস্থল বর্নিত ঘরের ভিতর তাহারা প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলিতেছিল। আসামীরা আরো জানায় পলাতক আসামী জুয়া খেলায় ব্যবহৃত ঘরের মালিক ২৫। মুর্শিদ কামাল রানা (৫৫), পিতা- মৃত মহিউদ্দিন সরকার, সাং- লক্ষীপুর, থানা- রাজপাড়া, রাজশাহী মহানগর এর জ্ঞাতসারে ধৃত আসামী মোঃ আলী হাসান তুষার (৩৩) উক্ত জুয়া খেলার ঘর ভাড়া করে দীর্ঘদিন ধরে পেশাদার জুয়ার আসর পরিচালনা করিয়া আসিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি আভিযানিক দল অপারেশন পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পাইয়া জুয়া খেলার আসর হইতে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীগনদের ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। অতএব, ধৃত আসামীগণ ও পলাতক আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানা, একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ