গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় ট্রাকে ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পৌরসভার রামনগর গ্রামের মোঃ চুন্নু রহমানের এর ছেলে তারেক (২৮)।
শনিবার (২২ জুন) দুপুর ১:৫০ মিনিটের দিকে রাজশাহী-গোদাগাড়ী সড়কে পৌরসভার রামনগর হলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক বাইকে চড়ে রাজশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। তখন একটি ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরেই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় ও পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী থনার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান শনিবার দুপুরে গোদাগাড়ী পৌর এলাকার হলের মোড় নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি শোনার পরে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠায়। এসময় পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান এঘটনায় পরিবারের পক্ষে থেকে কোন দাবি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।