আরএমপি'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপারের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-০৭-২০২৪ ০১:৩৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৪ ০১:৩৮:৪৪ অপরাহ্ন
আরএমপি'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২ জুলাই ২০২৪ সকাল ১১:৩০ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভার আয়োজন করে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়। এসময় প্রধান অতিথি মহোদয় আরএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকী’র কেট কাটেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘দৌবারিক’-এর মোড়ক উন্মোচন করেন।
এরপর আরএমপি’র ৩২ বছরের ইতিহাস ও সাফল্য নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় প্রধান অতিথকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এর আগে প্রধান অতিথি মহোদয় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে র্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, জনাব মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, প্রফেসর মোহা: আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি, রাজশাহী রেঞ্জসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স