1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০৯:০১:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ০৯:০১:০৩ অপরাহ্ন
ভোলায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলার দৌলতখানে পরীক্ষা খারাপ হওয়ায় জিতু (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
 
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
 
জিতু ওই এলাকার মো. জসিম মাষ্টারের একমাত্র ছেলে। তিনি এবার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জিতু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয় একটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেছিলেন। গতকাল তিনি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়েছিলেন। তবে পরীক্ষা ভালো হয়নি। এর আগের দু’টি পরীক্ষা বাংলা ১ম ও ২য় পত্রের পরীক্ষাও ভালো হয়নি। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে জিতু আত্মহত্যা করেন।
 
এর আগে টেস্ট পরীক্ষাও জিতু ৬ টি বিষয়ে খারাপ করেছিলেন। পড়াশোনায় তার তেমন কোনো মনোযোগ নেই। পুলিশ এবং পরিবারের ধারণা, পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জিতু আত্মহত্যা করেছেন।
 
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন জিতু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। কিছুদিন আগে তাকে ঢাকা নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ