বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদের জামাত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৯-০৬-২০২৩ ০২:৪৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৬-২০২৩ ০২:৪৩:৪০ অপরাহ্ন
নিউজ ডেস্ক: বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদের জামাত। বৃষ্টি উপেক্ষা করে এতে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ গণ্যমান্য ব্যক্তিরাও এ জামাতে শরিক হন।
নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে সকাল সাতটা ২০ মিনিটে শুরু হয় ঈদের প্রথম ও প্রধান এ জামাত। এতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম ঈদের জামাতের আগে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য শেখ তন্ময়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রথম জামাতের পর এ মসজিদে আরও দুটি জামাত হয়।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতুব্বর। তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করেন ঐতিহ্যবাহী সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। ঈদের জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। নামাজ শেষে কোরবানির পশু জবাই ও আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স