রাকাবকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৪-০৭-২০২৪ ০৬:৪৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৪ ০৬:৪৯:২৮ অপরাহ্ন
রাজশাহী: বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
রোববার বেলা ১১ টার দিকে রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিকেবিকে দুর্বল ব্যাংক আখ্যা দিয়ে এর সাথে রাকাবকে একীভূতকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন, ১৯৮৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৭ বছরে ব্যাংকটি উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের কৃষক ও সর্বস্তরের মানুষের প্রাণের ব্যাংক হিসেবে পরিগণিত হয়েছে। সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে একটি দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে দেশের অন্যতম দুর্বলতম ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের অগ্রসরমান কৃষি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। যার ফলে এই অঞ্চলের কৃষি ও কৃষক ন্যায্যতা হারাবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল বলেন, একটা প্রাচীন প্রবাদ আছে ‘ডুবন্ত জাহাজে উঠতে হয় না’ আমরা যে জাহাজকে (বাংলাদেশ কৃষি ব্যাংক) দেখছি ডুবে গেছে তাকে আপনি খুঁটি দিয়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু কেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক? এই প্রতিষ্ঠিত ব্যাংকটিকে একীভূত করলে একইসাথে হিসাব-নিকাশ হবে দুই ব্যাংকের তখন লোকসানের দায়ভার রাজশাহী কৃষি ব্যাংককে নিতে হবে। এবং রাজশাহীর কৃষি মুখ থুবড়ে পড়বে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স