1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী রেঞ্জ ডিআইজি’র নেতৃত্বে উদ্ধার হলেন রাবি ভিসি

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০১:৪১:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০১:৪১:৩৭ পূর্বাহ্ন
রাজশাহী রেঞ্জ ডিআইজি’র নেতৃত্বে উদ্ধার হলেন রাবি ভিসি


রাজশাহী রেঞ্জ ডিআইজি’র নেতৃত্বে উদ্ধার হয়েছেন রাবি ভিসি। ১৭ জুলাই ২০২৪  রাত আনুমানিক ০৯:০০ টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)-এর নেতৃত্বে উদ্ধার হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার-সহ অর্ধশত শিক্ষক।

সমগ্রদেশের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কোটাসংস্কার আন্দোলনকারীরা দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে সহিংসতা-সহ নানাভাবে বিক্ষোভ প্রদর্শন করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ কয়েকশত পুলিশ সদস্য শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। তা ছাড়া রাবি ক্যাম্পাসকে সম্পূর্ণ অস্থিতিশীল করার অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয়ের সন্নিহিত এলাকার বিএনপি-জামায়াত-শিবির ও সুযোগ সন্ধানীরা অনুপ্রবেশ করে।

এক পর্যায়ে বিক্ষোভকারী ও অনুপ্রবেশকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও অর্ধশত শিক্ষককে ১১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ-র‍্যাব-বিজিবির সাথে কোটাসংস্কার আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তারা প্রশাসন ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেয়। একপর্যায়ে বিক্ষোভরত ছাত্র ও অবৈধ অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াত-শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধ্বংশযজ্ঞ শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের নির্দেশে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)-এর নেতৃত্বে আরএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো: রশীদুল হাসান, পিপিএম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার), আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: হেমায়তুল ইসলাম, আরআরএফ-এর কমাণ্ড্যান্ট দীন মোহাম্মদ, রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম(বার) বিক্ষোভকারী ছাত্রদের আন্দোলনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।

পাশাপাশি রাজশাহী রেঞ্জ ডিআইজির নেতৃত্বে পরিচালিত যৌথ আভিযানের মাধ্যমে রাবি ক্যাম্পাসে কোটাসংস্কার আন্দোলনকারী ও অবৈধ অনুপ্রবেশকারী কর্তৃক অর্ধশত শিক্ষক-সহ প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধকৃত রাবি উপাচার্যকে উদ্ধার করে । পরে আন্দোলনকারীরা শের-ই বাংলা ফজলুল হক হলের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে রাবি ক্যাম্পাস সম্পূর্ণ নিরাপদ করতে সমর্থ হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক-সহ অবরুদ্ধকৃত উপাচার্যকে উদ্ধার করা হয়েছে। এই অপারেশনে কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি। অবৈধ অনুপ্রবেশকারীদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

জাতির ক্রান্তিলগ্নে এরূপ একটি যৌথ অপারেশনের জন্য তিনি বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, আরএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার, সিও বিজিবি রাজশাহী-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল, পিএসসি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার), ব্যাব-৫-এর অধিনায়ক, আরআরএফ-এর কমাণ্ড্যান্ট দীন মোহাম্মদ, রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম(বার)-সহ রাজশাহীস্থ অন্যান্য অফিসার ও ফোর্সদের জানান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ