রাজশাহীতে সরকারি-বেসরকারি অফিস ও স্থাপনায় যে কোনো ধরণের ভাঙচুর ও অগ্নিসংযোগ ঠেকাতে পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব ঘটনায় জড়িত কাউকে পাওয়া গেলে তাকে আইনের কাছে সোপর্দ করার কথাও জানিয়েছে দলটি। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নগরীর মালোপাড়ায় বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। তিনি বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল। রাজশাহী বিভাগের সব জেলা ও উপজেলায় আমাদের নেতাকর্মীদের ম্যাসেজটা দিতে চাই- গত ১৫ বছর স্বৈরচারী হাসিনা সাংবাদিকসহ সব ধরণের মানুষের টুটি চেপে রেখেছিল হুমজির মাধ্যমে। সরকার আপনাদের বাধা দিয়েছে, এর মধ্যেও সাহসিকতার পরিচয় দিয়েছেন। আন্দোলনে দেড় হাজার শহীদ হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারা আত্মত্যাগ করেছেন।
সৈয়দ শাহিন শওকত বলেন, কোনো তৃতীয় শক্তি যাতে এ বিজয় নস্যাৎ করতে না পারে সেজন্য রাষ্ট্রীয় সম্পদ ও সরকারি বেসরকারি সব অফিসে পাহারা দেবে আমাদের নেতাকর্মীরা। কেউ ভাঙচুর অগ্নিসংযোগে জড়িত হলে তাকে আইনে সোপর্দ করা হবে। টিম তৈরি করে নিরাপত্তা নিশ্চিতে আমাদের নেতাকর্মীরা কাজ করবেন। কোথাও অরাজকতা হলে আইনের মধ্যে থেকেই প্রতিরোধ করা হবে। এসময় দলটির কার্যালয় ভাঙচুরের অবস্থাও বর্ণনা করেন তিনি।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ, জয়নাল আবেদীন শিবলী, দেবাশিষ রায় মধু, গোলাম মোস্তফা মামুন, ওয়ালিউল হক রানাসহ মহানগর ও জলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।