রাজশাহীর পুঠিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দিনগত ১২ টার পর উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রবাসী রফিকুলের স্ত্রী দিশা জানান, আমি গতকাল (শনিবার) বিকের ৩ টার সময় বাবার বাসায় যায়। সকালে আমাকে কল দিয়ে জানায়, বাড়িতে ডাকাতি হয়েছে৷ বাড়িতে এসে দেখি ঘরের জানালা ভেঙ্গে গহণা, টিভি, দলিলদস্তাবেজ, ব্যাংকের চেকসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
গ্রামের লোকজন জানান, রাতে ডাকাতি ও লুটপাট হয়েছে। এই বিষয়টি নিয়ে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ আমাদের নিরাপত্তা প্রয়োজন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, থানার কার্যক্রম বন্ধ ছিলো, আমাদের সাথে সেনাবাহিনী কাজ করছে। তারা এখন এসে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।