1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে দুর্বৃত্তদের রুখে দেওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১১:০৭:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১১:০৭:৩৯ পূর্বাহ্ন
রাজশাহীতে দুর্বৃত্তদের রুখে দেওয়ার আহবান ছবিঃ দৈনিক সোনালী রাজশাহী

 
রাজশাহীর বিভিন্ন দপ্তর ও বাসাবাড়িতে প্রকাশ্য দিবালোকে চলছে চাঁদাবাজি ও লুটপাট। এসব ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহবান জানানো হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান এ আহবান জানান।
 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সাইদুর রহমান এ কমিটির অন্যতম সদস্য। সভায় উন্মুক্ত আলোচনা পর্বে তিনি বলেন, গত সোমবার রাজশাহী প্রেসক্লাব, দৈনিক সোনার দেশ, সানশাইন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদ ও পদ্মা টাইমস২৪-সহ আরও কয়েকটি গণমাধ্যমের অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে অনেক ক্ষতি হয়েছে। এ ধরণের ঘটনা মোটেও কাম্য নয়।
 
সাইদুর রহমান এসব ঘটনা রুখে দেওয়ার আহবান জানিয়ে বলেন, এ ধরণের দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
 
অপর এক প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, রাজশাহীতে বিএনপির নাম ভাঙিয়ে বাস মালিক সমিতি দখলের নামে সংঘর্ষ হয়। এতে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। সমিতির এক কোটি টাকার ফান্ড আছে। সেটা তুলে নেয়ার চক্রান্ত চলছে। সাধারণ মালিকদের টাকা ব্যাংকে না জমা দিয়ে নিজেরা ভাগবাটোয়ারা করে খাচ্ছে। এসব ব্যাপাটে ডিসিকে দায়িত্ব নেয়ার অনুরোধও জানান সাংবাদিক সাইদুর রহমান।
 
এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত সেনাবাহিনী উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে কাজ করছে।
 
জেলা প্রশাসক আরো বলেন, জেলা পুলিশের কার্যালয়ে ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সকল সরকারি স্থাপনার মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী একসাথে কাজ করছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিজিবি ও আনসার বাহিনীর মোতায়েন করা হয়েছে। 
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান। এছাড়া সভায় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ