মেহেদী হাসান, পুঠিয়া(রাজশাহী):
পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।
সোমবার (১২ আগস্ট) থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ার ঘোষণা পাওয়ার পরপরেই রাজশাহী জেলা ট্রাফিকের পুঠিয়া পুলিশ সোমবার সকাল ১১টার দিকে বানেশ্বর ট্রাফিক মোড়ে আনুষ্ঠানিক ভাবে কাযকর্ম শুরু করেছেন।
পুঠিয়া ট্রাফিক পুলিশের টি.আই আনোয়ার হোসেন, আনিসুজ্জামান ও ছাত্র আনদোলনের পক্ষ থেকে সেবা ফান্ডেশনের পরিচালক প্রান্তশাহরিয়ার অয়ন, সামিউল ইসলাম, ইসয়াক নুরের নেতৃত্বে একটি রেলি ট্রাফিক মোড় থেকে শুরু করে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষণ শেষ করে ট্রাফিক মোড়ে একটি পথ সভা করেন।
এ সময় বক্তব্য ও উপস্থিত ছিলেন, সার্জেন্ট আমির হামজা, মাহাবুব হোসেন, নাজমুল হক, আইনুল হক সবুজসহ টি.এস.আই, এটি.এস.আই, কনেস্টবলগণ এবং ছাত্র আনদোলনের পক্ষ থেকে সেবা ফান্ডেশনের পরিচালক প্রান্ত শাহরিয়ার অয়ন, সামিউল ইসলাম, ইসয়াক নুর, আকাশ, শাওন, তানভীর, মুগ্ধ, দুর্যয়, প্রতম, শাকিন শাহারিয়ার, উৎস কুমার, মেরাজ, আলিফ প্রমূখ্য উপস্থিত ছিলেন। বক্তব্য ও রেলি শেষে ছাত্র আনদোলনকারীদের মাঝে পানির বোতলসহ বিভিন্ন সমগ্রী বিতারণ করেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয়। এরপর থেকে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন এই কর্মসূচি পালন করে আসছিল। পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।