1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে ব্যস্ত উল্লাপাড়ার ছাত্র আন্দোলনের সমম্বয়করা 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-০৮-২০২৪ ০৭:০৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৪ ০৭:০৬:৩১ অপরাহ্ন
বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে ব্যস্ত উল্লাপাড়ার ছাত্র আন্দোলনের সমম্বয়করা 
উল্লাপাড়া প্রতিনিধি :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোর মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, বাম্রনবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ প্রায় ১১ টি জেলার মানুষ মানবতার জীবনযাপন করছে। বন্যার্তদের সহযোগিতার জন্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়করা গত বৃহস্পতিবার থেকে ত্রাণ সংগ্রহের জন্য পৌরশহরের শহীদ মিনার চত্বরে গণ-ত্রাণ সংগ্রহের বুথ বসিয়েছে।    
 
উল্লাপাড়ার ছাত্রআন্দোলনের সমম্বয়ক মেহেদী হাসান জানান, বন্যার্তদের সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে গণ ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিরা এই গণত্রাণ বুথে সহযোগিতা করছেন। ৩ দিনে এ পর্যন্ত ত্রান তহবিলে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ৫৭৬ টাকা সংগ্রীত হয়েছে। 
 
আরেক সমম্বয়ক রিফাত জানান, আমরা আশা করছি বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ তহবিলে খুব শীঘ্রই ১০ লক্ষ টাকা জমা পড়বে। জমাকৃত সর্বমোট টাকা কতৃপক্ষের মাধ্যমে বন্যাদের মাঝে পাঠিয়ে দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ