বিএমডিএ’র নতুন চেয়ারম্যান ড. আসাদুজ্জামান
আরিফ হোসেন
আপলোড সময় :
০২-১০-২০২৪ ০১:০৫:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-১০-২০২৪ ০১:০৬:১৫ অপরাহ্ন
আরিফ হোসেন: বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর কৃতি সন্তান ড. মোঃ আসাদুজ্জামান। মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আগামী দুই বছরের জন্য ড. আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ দিয়ে এক সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ২৩ (২) অনযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন ।
বিএমডিএর নতুন চেয়ারম্যান হিসেবে সদ্য নিয়োগ পাওয়া আসাদুজ্জামান এর জন্মস্থান রাজশাহীর গোদাগাড়ীতে । তিনি এক রত্নগর্ভা মায়ের সন্তান। তিন সাবেক আইজিপি ড. এনামুল হক এর ছোট ভাই। সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক,ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন এর ভাই।
ড. মোঃ আসাদুজ্জামান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর পূণরায় চেয়ারম্যান হওয়ায় রাজশাহী গোদাগাড়ীর মানুষ তাকে নিয়ে গর্ববোধ করছেন। কেও কেও ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমরা গোদাগাড়ীর মানুষ গর্বিত আমরা এক রত্নগর্ভা মাকে পেয়েছি যার গর্ভে রত্ন জন্মগ্রহণ করেছেন। তাদের পরিবারের একেকটি ভাই একেকটি রত্ন তারা শুধু আমাদের গোদাগাড়ী বাসির রত্ন নয় তারা দেশের রত্ন, দেশের জনগণের রত্ন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে বরেন্দ্র ভূমির উন্নয়নের কাজে নিয়োজিত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। ১৯৯২ সালে এটি গঠিত হয়। জনাব মোঃ আসাদুজ্জামান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান নিযুক্ত চেয়ারম্যান
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স