1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ঘিরে কঠোর বিধি নিষেধ

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০১:৩৫:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০১:৩৫:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ঘিরে কঠোর বিধি নিষেধ আগামী সোমবার ৬ অক্টোবর মাঠে গড়াবে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি


স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি- টোয়েন্টির শহর গোয়ালিয়রে সব ধরনের বিক্ষোভ সমাবেশ ও উস্কানিমূলক প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আগামী সোমবার পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে খবরটি। শ্রী মাধাবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হবে গোয়ালিয়রের স্টেডিয়ামটির।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মালম্বীদের ওপর হামলা- নির্যাতনের অভিযোগ তুলে গত মাসে এই ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ ডাক দেয় হিন্দু মহাসভা। এছাড়া আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির কথাও বলা হয়। তাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তাই নির্বিঘ্নে ও ঝামেলামুক্তভাবে ম্যাচটি আয়োজনের জন্য গতকাল শুক্রবার সব ধরনের বিক্ষোভ সমাবেশ এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করেন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান।

স্থানীয় পুলিশের সুপারিন্টেনডেন্ট জানিয়েছেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বাধা সৃষ্টি করতে DP WELD পারে এমন ছবি, ভিডিও, অডিও, ব্যানার, পোস্টার বা উত্তেজক কোনো বার্তা সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে না। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন কোনো স্থাপনার ২০০ মিটার ব্যসার্ধের মধ্যে কেরোসিন, পেট্রল, অ্যাসিড বহন করা যাবে না। পাঁচজন বা তার বেশি মানুষ একত্রে চলতে পারবেন না। আতশবাজি, ছুরি, বর্শাসহ ধারাল অস্ত্রপাতি বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।

গোয়ালিয়রের আরেক মাঠ ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ২০১০ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ১৪ বছর পর আবার সফলভাবে আরেকটি ম্যাচ আয়োজন করতে ১৬শ পুলিশ মোতায়ন

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ