রাজশাহীর পদ্মার চরে জেলা বিএনপি নেতার ত্রান বিতরণ
আপলোড সময় :
০৫-১০-২০২৪ ১১:৩১:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৪ ১১:৩১:১৬ অপরাহ্ন
বাঘার পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদ চাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বাঘার পদ্মার চরের চকরাজাপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। শনিবার ৫ অক্টোবর দুপুরে ত্রান বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা বিএনপির আহ্বায়ক, আবু সাঈদ চাঁদ সহ উপজেলা বিএনপির নেতা কর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মানুষের পাশে থাকবে বিএনপি এবং বিএনপি বিগত সময়েও অসহায়দের পাশে ছিল।
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালা উদ্দীন অহমেদ শামীম জানান,জেলা বিএনপির আহ্বায়ক, গনমানুষের নেতা আবু সাঈদ চাঁদ এর সহয়োগিতায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় গ্রামের ১৫০ পবিারের প্রত্যেককে- ১০ কেজি চাল,৫কেজি ময়দা ও ১ কেজি ডাল দেওয়া হয়েছে। এবং পর্যায়ক্রমে আরো ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাজু বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু,
গড়গড়ি ইউনিয়ন এিনপির সাবেক সভাপতি মাুসদ রানা টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, পৌর যুবদল নেতা হুমায়ুন কবির সবুজ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভ’গিরা।
ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, অব্যাহত বৃষ্টি ও বণ্যার কারণে ইউনিয়নটির কালিদাশখালি,মানিকের চর,পলাশিফতেপুর, নীচ পলাশি, উদপুর,লক্ষীনগর, দিয়াড়কাদিরপুর, চৌমাদিয়া, আতারপাড়াসহ ১০টি গ্রামের সাড়ে ৩হাজার পরিবারের মধ্যে অন্তত ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বণ্যায় তলিয়ে গেছে আগাম চাষ করা সবজি ক্ষেত ও গ্রীষ্মকালিন পেঁয়াজ ক্ষেত, পেঁপে বাগান নষ্ট হয়েছে।
তার ভাষ্য মতে,ভাঙনের কবলে পড়ে আতারপাড়া ও চৌমাদিয়া গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা করে তাদের সহযোগিতা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স