গোদাগাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার
আরিফ হোসেন
আপলোড সময় :
১০-১০-২০২৪ ১১:৫৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৪ ১২:১৩:১৫ পূর্বাহ্ন
এবারে দেবী দূর্গা দোলায় আসছে আর চলে যাবে ঘোড়ায়। পূজা ঘিরে উৎসবের কমতি নেই, মন্ডপে মন্ডপে রং-তুলির সাজসজ্জা
আরিফ হোসেন : রাজশাহীর গোদাগাড়ীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আলমগীর রহমান ও রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান।
বৃহস্পতিবার ১০ অক্টোবর উপজেলা সদরের রাজাবাড়ীহাট এলাকায় দুটি পূজামণ্ডপ পরির্দশন করেন। পরিদর্শনকালে পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উপজেলার সকল পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সোহেল রানা, অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ রুহুল আমিন, গোদাগাড়ী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত ) মোঃ মোয়াজ্জেম হোসেন ও প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস এম মাকছুদুর রহমান। এরপর রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপার মহোদয় ইসকন বাংলাদেশ মন্দির এবং গৌরাঙ্গ মন্দির পরিদর্শন করেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স