1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমের নতুন নিযুক্ত খতিব মুফতি আবদুল মালেক - সোনালী রাজশাহী

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১১:২৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১১:২৪:২১ অপরাহ্ন
বায়তুল মোকাররমের নতুন নিযুক্ত খতিব মুফতি আবদুল মালেক - সোনালী রাজশাহী
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বরেণ্য আলেম ইসলামি আইন বিশেষজ্ঞ মুফতি আবদুল মালেক। হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক লেখালেখির জন্য তিনি দেশের গন্ডি পেরিয়ে পুরো মসলিম বিশ্বে সুপরিচিত। বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায় থেকে তাঁকে জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জুমা থেকে তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিয়মিত খুৎবা প্রদান ও জুমার নামাজ পড়াবেন।



মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদীস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার। বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী ( হাফি.) তার উস্তাদ। আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত ও সউদী আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.)’র অধীনে তিনি দু’বছর হাদীস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন। নতুন খতিব আল্লামা মুফতি আবদুল মালেক মক্কা, মদীনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন।

এছাড়া, তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটা গবেষণা পত্রিকা বের হয়। তিনি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহপ্রতিষ্ঠাতা, বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। ২০১২ সালে তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামি ফিকহ একাডেমির সদস্য। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে জামিয়া হাটহাজারির সাবেক মহাপরিচালক শাহ আহমদ শফী (রহ.) ও জামিয়া মাদানিয়া বারিধারার সাবেক মুহতামিম নুর হুসাইন কাসেমীও (রহ.) তাকে ‘বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য’ হিসেবে উল্লেখ করেছিলেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সর্বজন শ্রদ্ধেয় মুফতি আব্দুল মালেককে খতিব পদে নিয়োগ দেয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। কালচারাল ফোরামের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নাজমুল হক ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বিশ্ব নন্দিত এমন একজন ইসলামিক স্কলার ও নিভৃত চারি মুফতি আবদুল মালেককে জাতীয় মসজিদের খতিব নির্বাচিত করায় অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে মোবারক বাদ জানানো হয়




উল্লেখ্য, অতিসম্প্রতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাবেক খতিব এবং ফ্যাসিবাদী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়া মুফতি রুহুল আমিনের জুমা পড়ানোর চেষ্টাকালে অনাকাঙ্খিত ঘটনার পর সরকার ওই খতিবকে চাকরি থেকে অব্যাহতি দেয়ায় প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক নতুন খতিব নিয়োগ দেয়া হয়েছে। এতে সাধারণ মুসল্লিগণ দারুণভাবে খুশি হয়েছেন।  

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ