গোদাগাড়ীতে আমির হামজা'র তাফসির
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৬-১১-২০২৪ ০৮:৫১:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১১-২০২৪ ০৮:৫১:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হাসিনার সরকার জনগনের ভোটে নির্বাচিত সরকার ছিল না তারা জুলুম করে জনগণের অধিকার বঞ্চিত করে ১৬ বছর ক্ষমতায় থেকে জনগণের উপর অত্যাচার নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা।
মঙ্গলবার রাত নয়টায় রাজশাহীর গোদাগাড়ী মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
মাহফিলের প্রধান আলোচক মুফতি আমির হামজা এ সময় আওয়ামী ছাত্রলীগের উদ্যেশে করে বলেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিষিদ্ধ করা সঠিক ছিল, তারা একটা ভালো কাজের কথা বলুক যে কাজের জন্য তাদের নিষিদ্ধ উঠে যাবে, তারা দেখাতে পারবে না। তাঁরা দেশের সব যায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। মানুষকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে।
গোদাগাড়ী উজান পাড়া তাফসির কমিটির উদ্যোগে (৪-৫) দুইদিন ব্যাপী আয়োজিত এ তাফসির মাহফিলে ১ম দিনের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অব শরিফ উদ্দিন। প্রধান আলোচক ড. আবুল কালাম আজাদ আযাহারি, আল হাযহাব বিশ্ববিদ্যালয় মিশর, বিশেষ অতিথি মোঃ তোজাম্মেল হক, সদস্য ৭নং ওয়ার্ড ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন। সভাপতিত্ব করেন মাওলানা আলহাজ্ব আব্দুল্লাহ সাহেব, সাবেক ইমাম ও খতিব উজান পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ গোদাগাড়ী।
২য় দিনের তাফসির মাহফিলের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক এমপি রাজশাহী ১ আসন। বিশেষ অতিথি অধ্যাপক কামরুজ্জামান সাবেক ভাইস চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা, বিশেষ বক্তা মাওলানা হোসেইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা আব্দুর রশিদ রাজশাহী, মাওলানা এইচএম আব্দুল আলিম রাজশাহী। মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মুমিন বীন দুরুল হুদা খতিব উজান পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ গোদাগাড়ী। দুইদিন ব্যাপী তাফসির মাহফিলের সহযোগীতা করেন অত্র তাফসির কমিটির সভাপতি মোঃ সোহেল রানা চেয়ারম্যান ৬ নং মাটি কাটা ইউপি।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স