1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাসিক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০১:১৩:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০১:১৩:০৭ পূর্বাহ্ন
রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাসিক দৈনিক সোনালী রাজশাহী
রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বিনামূল্যে এ পরীক্ষা করতে পারবে। গত বছর থেকে এই কার্যক্রম চলমান আছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট।
 
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ প্রজেক্টের (পিপিপি)র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনকে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেছে।
 
৭ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে নগরভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
 
অনুষ্ঠানে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাসিক প্রশাসক মহোদয় বলেন, রেডক্রিসেন্ট আর্তমানবতার সেবায় কাজ করে। স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন মানবসেবার জন্য। ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ইতোমধ্যে লার্ভিসাইড ও এ্যাডাল্টিসাইড ঔষধ ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে ব্যাপকভাবে প্রয়োগ করা হবে। যেকোনো রোগের প্রাদুর্ভাব রক্ষায় আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে। নিপাহ ভাইরাস, এ্যানথ্রাক্সসহ বিভিন্ন রোগ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রকৃত ডেঙ্গু রোগী শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পিপিপির আওতায় নগরীর ৪, ১৬, ১৯, ২৪ ও ২৮নং ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
 
অনুষ্ঠানে রেডক্রিসেন্টর পক্ষে সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেন। অনুষ্ঠানে রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের পারসোনাল ইকুইপমেন্ট ভেস্ট, গামবুট ও হেলমেট প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ফিল্ড ইপিপিআর অফিসার ডা. শাহনেওয়াজ রশিদ সাব্বির, আবু জুবাইর, শামীম মির্জা।
 
অনুষ্ঠানে পিপিপি প্রজেক্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ