বিয়ে বাড়িতে সবাই যখন আনন্দে আত্মহারা, ঠিক তখনই নেমে এলো শোকের ছায়া
আপলোড সময় :
০৭-০৭-২০২৩ ০২:৪৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৩ ০২:৪৫:৫৫ অপরাহ্ন
বিয়ে বাড়িতে শোকের ছায়া
নিউজ ডেস্ক : বাড়িতে চলছে গায়ে হলুদের অনুষ্ঠান। আত্মীয়-স্বজনরা এসে ভিড় করছেন বাড়িতে। চলছে পরদিন দুপুরের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজনও। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে বাড়িতে বসানো হয়েছে জেনারেটর। আর সেই জেনারেটর পুরো বাড়িকে অন্ধকার করে শোকের বাড়িতে পরিণত করে দিলো।
বাড়ির সবাই যখন গায়ে হলুদের আনন্দে আত্মহারা, ঠিক তখনি প্রাণ গেল কনের ছোটো ভাইটির। মুহূর্তেই আনন্দকে চাপিয়ে শোক নেমে আসে পুরো এলাকা জুড়ে। জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ওই বাড়ির সৌদি প্রবাসী ফিরোজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদের আয়োজন করা হয়। পরদিন শুক্রবার বৌ-ভাতের রান্না-বান্নাও শুরু করার কথা ছিল। রাতে পুরো বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য জেনারেটর বসানো হয়েছে। তবে বিয়ের আনন্দ করতে গিয়ে কনের তিন বছর বয়সী ভাই আয়ান জেনারেটর তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এতে শোক নেমে আসে বিয়ে বাড়িসহ পুরো এলাকাজুড়ে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘প্রবাসী ফিরোজ আলমের মেয়ের বিয়ের আকদ আগেই হয়েছে। ফিরোজ দেশে এসে তার মেয়েকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে উঠিয়ে দেয়ার আয়োজন করে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে বৌ-ভাতের আয়োজন ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার তিন বছরের ছেলে আয়ান জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পুরো এলাকায় শোক নেমে আসে। তাই বৌভাত অনুষ্ঠানের আয়োজন স্থগিত রাখা হয়েছে।’ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগর গ্রামের উত্তরপাড়া এলাকার বলি মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স