1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৭:০৫:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৭:০৮:৪১ অপরাহ্ন
রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন 

 রা জশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতাকেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আইসিইউ, সিসিইউ ও পিসিসিইউ ওয়ার্ড পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, হৃদরোগ একটি মারাত্নক রোগ। এ রোগে আক্রান্তরা মারাত্নক ঝুঁকিতে থাকেন। এটি অন্য রোগের মত নয়। তীব্রভাবে আক্রান্তরা খুব বেশি সময় পান না। রাজশাহীতে হৃদরোগীদের চিকিৎসায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, গবেষণায় দেখা যায়, বিভিন্ন কারণে প্রতি পাঁচ জন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুকিতে রয়েছে। হৃদরোগের ঝুকি বাড়ে এমন খাদ্যভাস পরিহার করতে হবে। তামাকজাত দ্রব্যাদি আমাদের হৃদরোগের ঝুকি বাড়ায় ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে। পরিমিত খাদ্যভাস, শারিরীক পরিশ্রম, ব্যায়াম আমাদের হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। এ হাসপাতালের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী আয়োজিত আলোচনা ও পরামর্শমূলক সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মোঃ আব্দুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, রাজশাহীর সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক। সম্মানীয় অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট ও ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ রইছ উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আইসিইউ প্রধান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডাঃ আবু হেনা মোস্তফা কামাল।

স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, জনসংযোগ সম্পাদক মোঃ আক্কাস আলী, নির্বাহী সদস্য এসএম এহসান কবির, প্রফেসর ড. আবু বাক্কার সিদ্দিক, মোঃ সেলিম রেজা খান, ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, মোঃ মনোয়ার হোসেন সেলিম ও হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্যসহ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ