1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তামিম আবার দলে ফেরায় মুশফিক আনন্দিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০৭-২০২৩ ০২:০১:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৩ ০২:০১:২৩ পূর্বাহ্ন
তামিম আবার দলে  ফেরায় মুশফিক আনন্দিত তামিমের এমন সিদ্ধান্তে জাতীয় দলের অনেক সতীর্থ কষ্ট পান, অনেকে আবার তাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছিলেন। তামিমকে শুভকামনা জানিয়েছিলেন মুশফিকুর রহিমও


নিউজ খেলাধুলা: হুট করে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষ হওয়ার পরের দিন সংবাদ সম্মেলন করে বিদায়ের কথা জানান তিনি। এমন সিদ্ধান্তে তামিমের জাতীয় দলের অনেক সতীর্থ কষ্ট পান, অনেকে আবার তাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছিলেন।

সোনালী রাজশাহী এর সর্বশেষ খবর পেতে Google সার্চ করুন http://sonalirajshahi.com



তামিমকে শুভকামনা জানিয়েছিলেন মুশফিকুর রহিমও। একদিন পর তামিম অবসর ভেঙে ফেরায় খুশি হয়েছেন মুশি। তামিম আবার ফেরায় মুশফিক ফেসবুকে লিখলেন, ‘তোর সঙ্গে আবার মাঠ ভাগাভাগি করতে পারব। বিষয়টা আনন্দের। দারুণ একটা শুরু হবে, ইনশাল্লাহ। আর আমরা দেশের জন্য শিগগির গৌরব নিয়ে আসব।’ পোস্টে তামিমকে দেশের সেরা ব্যাটার বলেও অভিহিত করেন মুশফিক, ‘

"বিদায়, আমার বন্ধু। আমার চোখে তুই দেশের সেরা ব্যাটার। তোকে নিয়ে গর্বিত"



 জাতীয়  দলে বছরখানেক ব্যবধানে অভিষেক হয়েছিল মুশফিক-তামিমের। দীর্ঘদিন ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তারা। কিন্তু তামিমের অবসরের সিদ্ধান্তে সেই ধারায় ছেদ পড়ে। যার কারণে ব্যথিত মুশফিক স্মৃতিচারণ করে তামিমকে শুভকামনা জানান। এর আগে অবসরের খবরে তামিমকে শুভকামনা জানিয়ে মুশফিক লিখেছিলেন, ‘একসঙ্গে আমাদের অনেক স্মৃতি, অনেক অর্জন, উদযাপন করেছি। একসঙ্গে কঠিন সময়ও পার করেছি। এটা মেনে নেয়া খুবই কঠিন যে আমরা আর একই ড্রেসিংরুমে থাকছি না, একসঙ্গে দেশের জয় উদযাপন করছি না। তোর কৃতিত্বের জন্য আমি গর্বিত। বাংলাদেশ ক্রিকেটের জন্য তুই যা করেছিস, তার জন্য সাধুবাদ জানাই।’

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ