1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাবির খেলার মাঠে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৮:৩২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৮:৩২:৫৮ অপরাহ্ন
রাবির খেলার মাঠে শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলা চলাকালে আইন ও ভূমি প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন।
 
মৃত শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষ অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
 
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, ক্রিকেট খেলায় নন স্ট্রাইকে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন সিয়াম। সেখান থেকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। পরে রামেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের কাছে মৃত্যুদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন বলেন, “মাঠে খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখনই দ্রুত তাকে প্রথমে রাবি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে রামেকে নেওয়ার পথে সে মারা যায়।”
 
তিনি বলেন, “প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।”

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ