রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী থেকে নিজামগাতী সড়কের বেহাল দশা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ১২:৫৫:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ১২:৫৮:০১ অপরাহ্ন
ছবি: দৈনিক সোনালী রাজশাহী
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজার থেকে নিজামগাতী কাঠালতলা পর্যন্ত তিন কিলোমিটার আঞ্চলিক সড়কে ইট ওঠে ছোট-বড় অসংখ্যক গর্তের সৃষ্টি হয়েছে।
এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গ্রামপাঙ্গাসী নিজামগাতী আঞ্চলিক সড়কের বিভিন্ন জায়গায় ইট ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এর মধ্যে তজিবরের বাড়ীর সামনে, নুরনবি কবিরাজের মাদ্রাসার সামনে ও মৃত সাকাওয়াত হোসেনের বাড়ীর সামনে এবং মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ীর সামনে। উক্ত চারটি জায়গায় অধিকাংশ জায়গা জুড়ে ভেঙ্গে পুকুরে চলে গিয়াছে। ফলে যাতায়াতের চরম বিরম্বনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।
উপজেলার নিজামগাতী গ্রামের মামুন মেম্বর, হামজেলা, নজরুল ইসলাম বলেন, আমরা নিজামগাতী গ্রামের অধিকাংশ মানুষ এক সময় নিয়মিত গ্রামপাঙ্গাসী বাজারে গিয়ে কাচা বাজার থেকে শুরু করে সকল ধরনের পণ্য কেনাকাটা করতাম। বিশেষ করে শুক্রবার ও সোমবার হাটের দিনে। আগের মতো এখোনো জাঁকজমক পূর্ণভাবে বাজার ও সপ্তাহে দু’দিন হাট লাগলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ইচ্ছে থাকা স্বত্ত্বেও আগের মতো বাজার করতে পারি না।
এদিকে এলাকাবাসী জানান, নিজামগতী কাঠালতলা থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। তখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে পডে। এমতাবস্থায় উপজেলার গ্রামবাসী বাজার থেকে চানপাড়া কারিকর পাড়া জামে মসজিদ হয়ে নিজামগাতী কাঁঠালতলা পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।
দৈনিক সোনালী রাজশাহী / মোকাদ্দেস হোসাইন সোহান
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স