মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে এই অ্যাপগুলো ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
ব্যবহারকারীরা বলেন, আজ বুধবার দিবাগত রাত ১২টার কিছু সময় পর থেকে ফেসবুক ব্যবহারে জটিলতা দেখা দিতে থাকে। অনেকের ফেসবুক আইডি নিজে নিজেই লগ আউট হয়ে গেছে। অনেক চেষ্টা করেও ঢোকা যাচ্ছে না ফেসবুকে। আবার অনেকের ফেসবুক ফিড লোড নিচ্ছে না, দেখা যাচ্ছে না ছবিও।
এ সময় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে জটিলতার কথাও জানান ব্যবহারকারীরা।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ৩৬ মিনিটে ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১ লাখের বেশি অভিযোগ পড়েছে। সেখানে ব্যবহারকারীরা লিখছেন, হঠাৎ করেই বের করে দেওয়া হলো।
ডাউন ডিটেক্টরের ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপ ডাউন থাকারও অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, এক্সের ট্রেন্ডিংয়ে গিয়ে দেখা গেছে, প্রথম তিনটিতেই রয়েছে মেটার ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউনের হ্যাশট্যাগ।