রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এবং ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিল্লুর রহমান গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।