নিয়ামতপুর (নওগাঁ ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সাংসদ, নিয়ামতপুর থানা পুলিশ, সরকারি, আধা-সরকারী বিভিন্ন দপ্তর, বিএনপি ও অঙ্গসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি পালনে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পতাকা উত্তোলনের পর দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন অতিথিরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।