1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ সম্বল গরুসহ ঘরবাড়ি পুড়ে ছাই

টিভি আসক্ততেই নিস্ব বিধবা রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৩:৫৮:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৩:৫৮:৩৯ অপরাহ্ন
টিভি আসক্ততেই নিস্ব  বিধবা রাশিয়া ছবি: দৈনিক সোনালী রাজশাহী

সন্ধার পরে পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েই কপাল পুড়ে ছাই হলো বিধবা রাশিয়া বেগমের ৩ টি গরু ও ঘরবাড়ি সহ শেষ সম্বল হারিয়ে আজ পথে বসে চোখে মুখে হতাশার ছাপ বর্তমান দিশেহারা মা ও মিয়ে।
 
এমন করুন দৃশ্য ও ঘটনা ঘটেছে গত ১৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় রাজশাহী তানোর উপজেলার সরনজাই ইউপির কাচারিপাড়া গ্রামের বিধবা রাশিয়ার কুড়ে ঘরে।
 
১৬ ডিসেম্বর বিধবা রাশিয়ার পক্ষে তার ভাই তানোর থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করেন বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আয়েশ মন্ডল (৪৮), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, সাং- কামারগাঁ (পশ্চিমপাড়া), ডাকঘর- কামারগাঁ, ৬নং কামারগাঁ ইউনিয়ন, থানা- তানোর, জেলা- রাজশাহী থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীগনের বিরুদ্ধে এই মর্মে লিখিত ভাবে অভিযোগ করছি যে, আমার বোন মোসাঃ রাশিয়া বেগম (৩৮), স্বামী-মৃত জাবেদ আলী, সাং- সরনজাই (কাচারীপাড়া), থানা- তানোর, জেলা- রাজশাহী এর প্রায় ১৮/২০ বছর পূর্বে সরনজাই (কাচারীপাড়া) জনৈক হামেদ আলী এর পুত্র জাবেদ আলী এর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার বোন স্বামীর সংসারে বসবাস করে আসছে। গত ইং ১৫/১২/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৫০ ঘটিকায় আমার বোন মোসাঃ রাশিয়া বেগম (৩৮), স্বামী-মৃত জাবেদ আলী, ভাগ্নি মোসাঃ নাজমিন খাতুন (১৭), পিতা-মৃত জাবেদ আলী উভয় সাং- সরনজাই (কাচারীপাড়া), থানা- তানোর, জেলা- রাজশাহীসহ পার্শ্ববর্তী জনৈক মোঃ তাসের আলী (৫৮) এর বাড়িতে টিভি দেখার জন্য যায়। একই তারিখ রাত্রী অনুমান ০৮:৫০ ঘটিকায় টিভি দেখা শেষ করে বাড়ির দিকে গিয়ে দেখে যে, তার বসত-বাড়ির দরজার তালা ভাঙ্গা এবং বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঐ সময় আমার বোন ও ভাগ্নির ডাকচিৎকারে উপস্থিত সাক্ষী ১। মোঃ তাসের আলী (৫৮), পিতা- অজ্ঞাত ২। মোঃ রাসেল (২৩), পিতা- মোঃ তাসের আলী ৩। মোসাঃ মমেনা বেগম (৪৮), স্বামী- মোঃ তাসের আলী সর্ব সাং- সরনজাই (কাচারীপাড়া), থানা- তানোর, জেলা- রাজশাহীসহ ঘটনাস্থলে এসে ঘটনা দেখেন ও শোনেন। পরবর্তীতে তানোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিককে ফোন দিলে তারা ঘটনাস্থলে আগুন নিভানোর চেষ্টা করেন। আমিসহ আমার পরিবারের ধারণা, গত ইং ১৫/১২/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৫০ ঘটিকা হতে একই তারিখ রাত্রী অনুমান ০৮:৫০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কারা পূর্বপরিকল্পিত ভাবে একই উদ্দেশ্যে তানোর থানাধীন ৪নং সরনজাই ইউনিয়নের সরনজাই (কাচারীপাড়া) গ্রামস্থ আমার বোন মোসাঃ রাশিয়া বেগম (৩৮), স্বামী-মৃত জাবেদ আলী এর বসত-বাড়িতে অনধিকার প্রবেশ করে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। যার ফলে আমার বোনের বসত-বাড়ির গোয়াল ঘরে থাকা ১টি বড় গাভী বাচ্চাসহ, যার মূল্য ১,৩০,০০০/-টাকা, ০১টি ষাড় গরু, যার মূল্য অনুমান ৭৫,০০০/-টাকা ও বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ অন্যান্য মালামালসহ আগুনে পুড়ে প্রায় ২,৫০,০০০/-টাকা সর্বমোট ৪,৫৫,০০০/-টাকার ক্ষতিসাধন হয়। বর্তমানে আমার বোন ও ভাগ্নি শোকাহত অবস্থায় আছে। এমতাবস্থায় বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বর্গদের অবহিত করে তাদের পরামর্শক্রমে থানায় এসে এই অভিযোগ করতে সামান্য বিলম্ব হলো।
 
অতএব, মহোদয় উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
 
তবে এই বিধবা রাশিয়া বেগম ও তার মিয়ের আগামীর জীবনযাত্রায় সমাজের বৃত্ত শীলদের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।
 
বিধবা রাশিয়া বেগমের বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,বিষয় টা অত্যন্ত দুঃখ জনক আমি অবশ্যই তাদের সহযোগিতা করবো। উপজেলা প্রশাসন থেকে তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে সার্বিক সহোযোগিতা করার চেষ্টা করবো।

দৈনিক সোনালী রাজশাহী / দেলোয়ার হোসেন সোহেল

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ