রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্পের উদ্বোধন
নিউজ ডেস্ক:
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০১:৩৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০১:৩৪:৪৯ অপরাহ্ন
রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্পের উদ্বোধন করলেন প্রতিষ্ঠানটির সভাপতি আরএমপি’র পুলিশ কমিশনার।
২১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে “নিজেকে গড়া মন্ত্র সাথে, গড়বো নতুন স্বদেশটাকে” স্লোগানে ২০তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মশালা ও কার্যক্রমের আয়োজন করা হয় যা তাদের মানসিক ও নেতৃত্ব দক্ষতা উন্নত করতে সহায়ক হবে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স