রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি ফাইল জব্দ করেন দুদকের এনফোর্সমেন্ট টিম।
দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের পরিপ্রেক্ষিতে চালানো অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন। এ সময় সংস্থাটির সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দীক, উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আমির হোসাইন বলেন, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। এর মধ্যে ঠিকাদার ইয়াহিয়া মিলুর একটি ফাইল রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।