1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় পুত্রবধূর সঙ্গে অভিমান বৃদ্ধা নারী বিষ পানে আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:২৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:২৯:২৬ অপরাহ্ন
পুঠিয়ায় পুত্রবধূর সঙ্গে অভিমান বৃদ্ধা নারী বিষ পানে আত্মহত্যা  ছবি: দৈনিক সোনালী রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের পুর্ব ধোপাপাড়া গ্রামে আরজান বেগম (৬৭) নামের এক বৃদ্ধা মহিলা বিষ পান করে আত্মহত্যা করেছে। নিহত আরজান বেগম উপজেলার পুর্ব ধোপাপাড়া গ্রামের মনির সরদারের স্ত্রী।
 
শনিবার (৪ জানুয়ারি) সকালে নিহত আরজান বেগম জড়ো হওয়া বাসার বিদ্যুৎ বিল দেয়ার জন্য কথা বললে তার ছেলের বৌয়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে সকাল ১১ টার দিকে বাসায় থাকা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। নাতি-নাতনি ও ছেলেরা মিলে তাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
 
 
উল্লেখ্য যে, গত কয়েক বছর আগে নিহত আরজান বেগমের এক মেয়ে ও তার এক নাতনি একই ভাবে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। ওই একই পরিবার হতে ৩ জন ব্যক্তির বিষ পানে আত্মহত্যার কারণ এলাকার মানুষের মধ্যে নানান রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 
 
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বিষ খাওয়ার একটি ঘটনা শুনেছি, সেখানে আমার অফিসার পাঠিয়েছি। লাশ এখনো রাজশাহী থেকে তাদের বাসায় আসেনি। দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ